শিরোনাম
২০২২-২০২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সরকারি প্রাতিষ্ঠানিক পুকুর ও প্লাবন ভূমিতে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ।
বিস্তারিত
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সরকারি প্রাতিষ্ঠানিক পুকুর ও প্লাবন ভূমিতে ৮৭৫ কেজি রুই জাতীয় মাছের পোনা এবং ৫৬ কেজি দেশীয় প্রজাতির মাছ অবমুক্তকরণ করা হয়।
২৮/৯/২২ খ্রি.রোজ বুধবার সকাল ১০ টায় নড়িয়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান হয়।
নড়িয়া উপজেলার মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেখ
রাশেদউজ্জামান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, জপসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নশাশন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রতিনিধি, গোপালগঞ্জ মৎস্য চাষী সমিতি এবং দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মীসহ দপ্তরের অন্যান্য কর্মচারী বৃন্দ।
উক্ত কার্যক্রমের আওতায় উপজেলার মোট ৯ টি জলাশয়ে ২৭২.২৬ হেক্টর জলায়তনে মোট ৮৭৫ কেজি রুই জাতীয় মাছের পোনা এবং দেশীয় প্রজাতির ৫৬ কেজি সহ সর্বমোট মোট ৯৩১ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয় ।