২০২২-২০২৩ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সম্ভাবনাময় নড়িয়া মৎস্যচাষীদের অংশগ্রহণে খাঁচায় মাছের উপর "অভিজ্ঞতা বিনিময় সফর"
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ৩০ মৎস্য চাষি অভিজ্ঞতা বিনিময় সফরে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর।
জনাব
বাবুল কৃষ্ণ ওঝা, জেলা মৎস্য কর্মকর্তা, মাদারীপুর ।
জনাব মো: আনিসুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়,মাদারীপুর
জনাব ফেরদৌস ইবনে রহিম
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা , শিবচর,মাদারীপুর।
জনাব মোঃ জাকির হোসেন মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.), নড়িয়া শরীয়তপুর।
আয়োজনে এবং ব্যবস্থাপনায় :- জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় শরীয়তপুর
সহযোগিতায়-উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর।
পরিদর্শনের স্থান ও প্যাকেজ- জনাব তানজিল আহমেদ, উৎরাইল, শিবচর মাদারীপুর এর নদীতে খাঁচা মাছ এবং বাবু বিনয় চন্দ্র মালো, শিবচর, মাদারীপুর কৈ মাছের প্রদর্শনী ।
তারিখ - ২৫ মে ২০২৩ করি.
প্রচারে - উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর।