শিরোনাম
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় (ভোজেশ্বর ইউনিয়ন) দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষনে উদ্বুদ্ধকরণ সভা।
বিস্তারিত
দেশী মাছ রক্ষা পেলে,খাদ্য পুষ্টি দু- ই মিলে" এই প্রতিপাদ্যের মধ্যদিয়ে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন প্রকল্পের আওতায় দিন ব্যাপি ভোজেশ্বর ইউনিয়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫/৫/২০২২ খ্রিস্টাব্দ বুধবার বার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নড়িয়া উপজেলা মৎস্য অফিসার (অ.দা.) মোঃ জাকির হোসেন মৃধা এর সভাপতিত্বে সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম শিকদার। র্ভাচুয়ালে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের মনিটরিং আফিসার জনাব আসলাম হোসেন শেখ ও বিশেষ বক্তা হিসাবে র্ভাচুয়ালে বক্তব্য রাখেন জনাব প্রণব কুমার কর্মকার, জেলা মৎস্য অফিসার, শরীয়তপুর তিনি বলেন, দেশীয় মাছ ও শামুক সংরক্ষনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর আন্তরিক ইচ্ছায় এ প্রকল্পটি বাস্তবায়ন করছে মৎস্য মন্ত্রনালয়। তিনি আরো বলেন, মাছ ও শামুক চাষের পাশাপাশি খামারিদের মুক্তা চাষ করার como criar uma loja virtual সুযোগ রয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প আওতায় মৎস্য সংরক্ষণের পাশাপাশি মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের সংস্থান রয়েছে। মৎস্যজীবীদের কাজের ধরন পরিবর্তনের প্রয়োজন বলে তিনি তুলে ধরেন। মাছ ধরার পাশাপাশি অন্য কাজের আগ্রহ থাকলে নিষেধাজ্ঞাকালে মৎসজীবীদের জীবনযাপনে সমস্যা হবে না বলে তিনি ধারণা করেন। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ প্রকল্পের আওতায় দেশের ৩ বিভাগে ১০টি জেলায় ৪৯ উপজেলায় এ প্রকল্প চলমান রয়েছে। তার মধ্যে শরীয়তপুর জেলার সকল উপজেলা এ প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে। ২০৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প আগামী ২০২৪ সাল নাগাদ চলমান থাকবে। এ প্রকল্পের আওতায় ১৫ হাজার জেলেদের প্রশিক্ষণ দিয়ে মৎস্য চাষে আগ্রহী করে তোলা হবে। ৩০ হাজার জেলেদের বিকল্প পেশায় নিয়োজিত করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে আগের চেয়ে ১৬ ভাগ বেশি মৎস্য চাষ বৃদ্ধি পাবে বলে জানান। প্রকল্পের মনিটরিং অফিসার জনাব আসলাম হোসেন শেখ বলেন দেশিয় প্রজাতির মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য বিষ দিয়ে মৎস্য নিধন তথা কৃষি ক্ষেত্রে কীটনাশকের ব্যবহার সীমিত করণের ওপর গুরুত্বারোপ করেন।
বাস্তবায়নে- উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর ।