শিরোনাম
মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বিঝারী ইউনিয়নে শিং মাছের প্রদর্শনী খামার স্থাপন
বিস্তারিত
নড়িয়া উপজেলায় মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বিঝারী ইউনিয়নে নওগাঁয় গ্রামের জনাব মোঃ কবির ঢালীর পুকুরে শিং মাছের প্রদর্শনী খামার স্থাপন করা হয়। মৎস্য অধিদপ্তরের আওতাধীন এ প্রকল্প থেকে প্রদর্শনী খামারিকে ২১০০০ টি শিং মাছের পোনা, মাছের খাবার সহ প্রকল্পের প্রদত্ত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয় । আজ বিকাল ৩ টায় এ প্রদর্শনী খামারে শিং মাছের পোনা অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা সহ দপ্তরের
কর্মচারী এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প নড়িয়ায় কর্মরত মাঠ সহায়ক কর্মী কামাল হোসেন, শাহ-আলম দেওয়ান, লুৎফর মোল্লা ও সৈকত হাওলাদার।
বাস্তবায়নে- উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় নড়িয়া ,শরীয়তপুর ।