Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মৎস্য অধিদপ্তরের আওতায় ২০২২-২৩ আর্থিক সালে রাজস্ব বাজেটের অর্থায়নে ২০ জন মৎস্য চাষিকে "নিরাপদ মাছ উৎপাদনে উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনা বিষয়ক" প্রশিক্ষণ খাঁন মৎস্য খামারের পুকুর পাড়ে অনুষ্ঠিত হয়।
বিস্তারিত
মৎস্য অধিদপ্তরের আওতায় ২০২২-২৩ আর্থিক সালে রাজস্ব বাজেটের অর্থায়নে ২০ জন মৎস্য চাষিকে "নিরাপদ মাছ উৎপাদনে উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনা বিষয়ক" প্রশিক্ষণ খাঁন মৎস্য খামারের  পুকুর পাড়ে অনুষ্ঠিত হয়।
 ভার্চুয়ালি অতিথি বক্তা হিসেবে সংযুক্ত ছিলেন  শ্রদ্ধেয় জেলা মৎস্য কর্মকর্তা, জনাব প্রণব কুমার কর্মকার, শরীয়তপুর ।
তিনি প্রশিক্ষণে বড় আকারের রুই জাতীয় মাছ উৎপাদন কৌশলের ( Large Size Carp Fish Production Technique) উপর গুরুত্বারোপ করেন ।
প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন খাঁন মৎস্য খামারের নেতৃবৃন্দ ।
প্রশিক্ষণ স্থান- খাঁন মৎস্য খামার, প্রোঃ- খাঁন জাহাঙ্গীর, গ্রাম- আচুড়া, ইউনিয়ন- ভোজেস্বর, উপজেলা-নড়িয়া,জেলা- শরীয়তপুর ।
দিক নির্দেশনা ও পরামর্শে  - জেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর ।
তারিখ - ৮/২/২০২৩ খ্রিস্টাব্দ, রোজ বুধবার।
বাস্তবায়নে - উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর।
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/02/2023
আর্কাইভ তারিখ
25/06/2025