Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ খ্রি. ২৬/১০/২০২২ খ্রি. (২০ তম দিন)
বিস্তারিত
রাতের মোবাইল কোর্ট 
২৬/১০/২০২২ খ্রি. 
২০ তম দিন
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ খ্রি. উপলক্ষে পদ্মা নদী ও ঘড়িসার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে  বরফ কল চালু রেখে ইলিশ জেলেদের বরফ সরবরাহ করার দায়ে ১ জনকে  আটক করা হয়।
পরবরর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, নড়িয়া, শরীয়তপুর ।
বিজ্ঞ আদালত সরকারি আইন অমান্য করে বরফ কল চালু রাখার দায়ে ৫০,০০০/-  ( পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় ।
ইলিশ মাছ - পাওয়া যায় নাই।
কারেন্ট জাল - ৫,০০০ মিটার।
জরিমানা - ৫০,০০০/-  ( পঞ্চাশ হাজার) টাকা
 সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং নৌপুলিশ ফাঁড়ি, সুরেশ্বর, নড়িয়া, শরীয়তপুর ।
ধন্যবাদ চৌকস টিমকে।
ইলিশ সম্পদ উন্নয়নে 
সহযোগিতা করা -
সকলের দায়িত্ব।
মৎস্য সম্পদ উন্নয়নে মোবাইল কোর্ট/
 অভিযান অব্যাহত থাকবে।
বাস্তবায়নে-  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর।
ডাউনলোড
প্রকাশের তারিখ
27/10/2022
আর্কাইভ তারিখ
03/10/2023