তারিখ: ২৭-১০-২০২২ খ্রি.
সময়: সকাল ৮.০০ ঘটিকা- বিকাল ৫.০০ ঘটিকা। ।
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ খ্রি. এর ২১ তম দিনে শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার মা ইলিশ কার্যক্রম স্বশরীরে পরিদর্শনে আসেন -
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকার যুগ্ন সচিব জনাব মোহাম্মদ হাবীবুর রহমান স্যার ।
এ সময় আরো উপস্থিত ছিলেন
১. জনাব প্রনব কুমার কর্মকার, জেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর।
২.জনাব মোহাম্মদ কামরুল হাসান সোহেল,
উপজেলা নির্বাহী অফিসার, জাজিরা, শরীয়তপুর ।
৩. জনাব মোঃ পারভেজ, সহকারী কমিশনার (ভূমি )
ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নড়িয়া, শরীয়তপুর। ৪. মোঃ জাকির হোসেন মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.) নড়িয়া, শরীয়তপুর ।
৫. মোহাম্মদ আবুল বাশার , উপজেলা মৎস্য কর্মকর্ত( অ.দা.), জাজিরা, শরীয়তপুর ।
অন্যান্যদর মধ্যে উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ।
পদ্মা নদীতে (নড়িয়া অংশ) অভিযানের ফলাফল ।
আটক: ১ জন
জেল: নাই
জরিমানা: ১ জন ( ৫,০০০/- টাকা)
জব্দকৃত কারেন্ট জালে পাংগাস ০১ টি
পাংগাস মাছ নিলাম - ৯০০০/- টাকা।
জব্দকৃত জাল: আনুমানিক ১,২০,০০০ মিটার (আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে)
জব্দকৃত মাছ: ০৫কেজি ( দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে)
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ পারভেজ, সহকারী কমিশনার (ভূমি), নড়িয়া, শরীয়তপুর।
ধন্যবাদ অফিসার ইন চার্জ, নড়িয়া থানা ও সংগীয় থানার পুলিশ সদস্যদের ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর এর টিমকে অভিযানে সার্বিক সহযোগিতার জন্য।
মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট/অভিযান অব্যাহত থাকবে।
আমাদের সম্পদ, আমাদের দায়িত্ব।
বাস্তবায়নে - উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর।