Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ খ্রি. তারিখ - ২১-১০-২০২২ খ্রি .
বিস্তারিত
জেলা প্রশাসক, শরীয়তপুর, মহোদয়ের নেতৃত্বে মা ইলিশ রক্ষায় সম্মেলিতভাব বিশেষ অভিযান...
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ খ্রি.এর ১৫ তম দিন
তারিখ - ২১-১০-২০২২
সময়: রাত  ৬ ৩০ ঘটিকা- ভোর ৩.০০ ঘটিকা
শরীয়তপুর জেলায় রাত ব্যাপী জেলা প্রশাসক, শরীয়তপুর মহোদয়ের দিক নির্দেশনায়  ও উপস্থিতিতে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান-২০২২ খ্রি. 
অভিযানে অংশগ্রহণ করেন-
 মান্যবর জনাব  মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর । 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর।
   জনাব প্রনব কুমার কর্মকার,  জেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর
জনাব মোঃ কামরুল হাসান সোহেল, উপজেলা নির্বাহী অফিসার, জাজিরা, শরীয়তপুর।
জনাব আবুল বাশার, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) জাজিরা, শরীয়তপুর।
জনাব মোঃ পারভেজ, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট , নড়িয়া, শরীয়তপুরসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ।
 জনাব মোঃ জাকির হোসেন মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা( অ.দা.) নড়িয়া,শরীয়তপুর ।
অভিযানে জেলা পুলিশ, শরীয়তপুর।
নড়িয়া থানা পুলিশ, জাজিরা থানা পুলিশ।
,সুরেশ্বর নৌপুলিশ অংশগ্রহণ করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন -
জনাব মোঃ পারভেজ, সহকারী কমিশনার ( ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, নড়িয়া, শরীয়তপুর ।
অভিযানে নড়িয়া উপজেলার অর্জন 
আটক:  ১৪ জন মা ইলিশ আহরিত জেলে।
জেল:   ১২ জনের কারাদণ্ড।
জরিমানা: নাই 
অপ্রাপ্ত বয়স হওয়ায়  ২ জনকে অভিভাবকের 
 জিম্মায় দেওয়া হয়।
জব্দকৃত জাল: আনুমানিক  ১০ ০০,০০০ মিটার (আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে)
জব্দকৃত মাছ:  ৫০ কেজি (০১টি এতিমখানায় বিতরণ করা হয়েছে) 
ইলিশ আমাদের জাতীয় সম্পদ, 
ইলিশ রক্ষা আমাদের দায়িত্ব।
বাস্তবায়নে: উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, নড়িয়া, শরীয়তপুর ।
ডাউনলোড
প্রকাশের তারিখ
22/10/2022
আর্কাইভ তারিখ
03/10/2023