Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ খ্রি এর নড়িয়া উপজেলার অর্জন সমূহ:
বিস্তারিত
মা ইলিশের ২২  দিনের কর্মসূচি
সমাপ্তি ।।
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ খ্রি এর 
নড়িয়া উপজেলার অর্জন সমূহ:
মোবাইল কোর্ট: ৩০ টি
অভিযান: ৬৫ টি
মাছ ঘাট পরিদর্শন ৫১ টি
আড়ত পরিদর্শন ২৩১টি
মাছ বাজার পরিদর্শন ১৬৪টি
মামলা: ১৬৬ টি
জেল: ৯২ জন (বিভিন্ন মেয়াদে কারাদণ্ড) নিয়মিত মামলার আসামি ব্যতীত।
জরিমানা: ৫.২১ লক্ষ টাকা 
নৌকা আটক ১ টি জরিমানা ৫০,০০০/- টাকা
স্পিড বোট জব্দ - ১ টি (নিলাম প্রক্রিয়াধীন) ।
জব্দকৃত জাল: ৪২.৩২৫ লক্ষ মিটার (আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে)
জব্দকৃত মাছ:  ০.৩৮৪ মে.টন (এতিমখানায় বিতরণ করা হয়েছে)
পাংগাস বাজেপ্ত ১ টি নিলাম- ৯,০০০/- টাকা
মোবাইল কোর্ট/অভিযানে অংশগ্রহণকারী জেলা প্রশাসন, শরীয়তপুর ও উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নৌ পুলিশ, ইলিশ গার্ড, ফিশ গার্ড ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর এর কর্মচারী গণ সহ সংশ্লিষ্ট সকলকে  সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।
মৎস্য সম্পদ সংরক্ষণে মোবাইল কোর্ট/অভিযান অব্যাহত থাকবে।
আমাদের সম্পদ, আমাদের দায়িত্ব।
ইলিশ মাছ উৎপাদন বৃদ্ধিতে
মা ইলিশ সংরক্ষণের জন্যে
প্রয়োজন-
১. ইঞ্জিন চালিত মাছের নৌকাগুলো রেজিস্ট্রেশন/ লাইসেন্সের আওতায় আনা আইন ভংগের দায়ে লাইসেন্স বাতিলের ব্যবস্থা।
২. নৌপুলিশ সহ বিভিন্ন বাহিনীর যৌথ উদ্যোগে টিম গঠনের মাধ্যমে একসাথে অভিযানে অংশ গ্রহণ।
( একক ভাবে নয়)
৩. অভিযানে অংশগ্রহণকারী অনুমোদিত টিমের ২২ দিনের জন্য সন্মানী/ ঝুকি ভাতা প্রদান।
৪. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জাতীয় সম্পদ ইলিশ উৎপাদনে গতিশীল ভূমিকা পালন করা।
৫. আড়তদার/ মহাজনদের মনিটারিং আওতায় আনা।
৬. নিরাপদ ডাল হিসাবে ব্যবহৃত নৌকা রাখার ছোট খাল গুলো উপর চেয়ারম্যানদের মাধ্যমে প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করা।
৭. নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট, হেলমেট সরবরাহ।
সর্বোপরি জেলেদের প্রণোদনা, গণমানুষের ব্যাপক সচেতনতা ও প্রশাসনের উদ্যোগ ইলিশ উৎপাদনে অন্যতম ভূমিকা রাখবে ।
 ইলিশ মাছ রক্ষায় এবং এর প্রজনন বৃদ্ধিতে প্রতিটি মহলের সর্বাধিক সচেতনতা জরুরি ।
বাস্তবায়নে - উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর।
ডাউনলোড
প্রকাশের তারিখ
29/10/2022
আর্কাইভ তারিখ
05/10/2023