মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২
সময়: ভোর ৮.০০ ঘটিকা- বিকাল ২.৩০ ঘটিকা
অংশগ্রহণে-
১. বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা সালাম এর প্রতিনিধি জনাব মোয়াজ্জেম হোসেন, সিপিও সহ চৌকস দল ।
২. উপজেলা প্রশাসন,নড়িয়া, শরীয়তপুর।
৩.
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়,নড়িয়া, শরীয়তপুর।
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ এর ১৪ তম দিনে পদ্মা নদীতে (নড়িয়া অংশ) অভিযান পরিচালনা করা হয়।
আটক: নাই
জেল: নাই
জরিমানা: নাই
জব্দকৃত জাল: আনুমানিক ৫, ০০,০০০ মিটার (আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে)
জব্দকৃত মাছ: ২০ কেজি ( মুলফৎগঞ্জ মাদ্রাসা ও লিল্লাহ বডিং এ বিতরণ করা হয়েছে)
জনাব মোঃ পারভেজ, সহকারী কমিশনার (ভূমি), ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নড়িয়া, শরীয়তপুরের নির্দেশনায় জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
ধন্যবাদ বাংলাদেশ নৌবাহিনী, ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর এর টীমকে অভিযানে সার্বিক সহযোগিতার জন্য।
মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট/অভিযান অব্যাহত থাকবে।
ইলিশ আমাদের জাতীয় সম্পদ,
এদের রক্ষার দায়িত্ব আমাদের সবার ।
বাস্তবায়নে: উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, নড়িয়া, শরীয়তপুর ।