Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর প্রাকৃতিক উৎস থেকে রেনু আহরণের ১০০টি জাল (স্থির ইঞ্জিন) জব্দসহ ৭৫টি চায়না চাই জব্দ করা হয়।
বিস্তারিত
নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর প্রাকৃতিক উৎস থেকে রেনু আহরণের  ১০০টি জাল (স্থির ইঞ্জিন)  জব্দসহ ৭৫টি চায়না চাই জব্দ করা হয়।
নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর  প্রাকৃতিক মৎস্য প্রজনন উৎসের রেনু রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তর উদ্যোগে এবং উপজেলার প্রশাসনের সহযোগিতায় ও সুরেশ্বর নৌ-পুলিশ ফাড়িরসহ বিশেষ অভিযানে চালিয়ে প্রাকৃতিক উৎসের রেণু আহরণ কালে  অবৈধ  ১০০ টি রেনু পোনা ধরার  জাল (স্হায়ী ইঞ্জিন)পাতানো অবস্থায় জব্দ করা হয় এবং  ৭৫ টি চায়না চাই  উদ্ধার করা হয়েছে ।
প্রাকৃতিক জলাশয়ের আহরণকৃত ৫ কেজি রেনু জব্দ করা হয়।
অদ্য ১৯জুন-২০২৩ ইং তারিখ সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নড়িয়ার কীর্তিনাশা হয়ে ভোজেশ্বর পর্যন্ত এবং পদ্মা নদীর চরআত্রা খালের  আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। 
এছাড়া উদ্ধার করা  রেনু তাৎক্ষনিকভাবে নদীতে অবমুক্ত করা হয়।
এবং জালগুলো জনাব মোঃ পারভেজ সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে ঘটনাস্থলেই পড়ে বিনষ্ট করা হয় ।
নদ- নদীর  মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে কীর্তিনাশা নদীর প্রাকৃতিক উৎসের রেনু মাছ রক্ষায়  উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট/ অভিযান   অব্যাহত থাকবে।
সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় ছিলেন-     জনাব মোঃ আমিনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর ।
 জনাব শংকর চন্দ্র বৈদ্য,  উপজেলা নির্বাহী অফিসার, নড়িয়া, শরীয়তপুর।
বাস্তবায়নে-  উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর।
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/06/2023
আর্কাইভ তারিখ
25/07/2024