Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নড়িয়া উপজেলায় মৎস্য সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট -। বিশেষ কম্বিং অপারেশন ২০২৪ খ্রিঃ
বিস্তারিত
নড়িয়া উপজেলায় মৎস্য সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট -।
বিশেষ কম্বিং অপারেশন ২০২৪ খ্রিঃ
৩য় ধাপের ৩য় দিন 
তারিখ - ০৮ ফেব্রুয়ারী ২০২৪ খ্রইঃ
সময় - ভোর ৫ ঘটিকা থেকে সন্ধ্যা পর্যন্ত 
স্থান - সুরেশ্বরসহ বিভিন্ন আড়ৎ এবং নড়িয়ার পদ্মা নদীর বিভিন্ন অংশ
অংশগ্রহণে- 
১.বাংলাদেশ নৌবাহিনী 
২.সুরেশ্বর নৌপুলিশ, নড়িয়া, শরীয়তপুর।
৩. উপজেলা প্রশাসন,নড়িয়া, শরীয়তপুর।
৪. উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর 
মোবাইল কোর্ট পরিচালনা করেন -
১. জনাব মোঃ পারভেজ, সহকারী-কমিশনার (ভূমি)
 ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, নড়িয়া, শরীয়তপুর ।
মামলার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন  জনাব মোঃ জাকির হোসেন মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা, নড়িয়া, শরীয়তপুর।
আসামি আটক জাটকা সহ ৪ জন । 
মোবাইল  কোর্টে পাঁচ হাজার করে ৪ জনকে সর্বমোট ২০  হাজার টাকা জরিমানা করা হয়।
জাটকা আটক - ২৩০ কেজি ।
মোবাইল কোর্টের নির্দেশনায় স্থানীয় দরিদ্রদের মাঝে এবং  এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়।
অবৈধ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সার্বিক সহযোগিতায় - জেলা মৎস্য কর্মকর্তা শরীয়তপুর।
বিশেষ অভিযানে অংশগ্রহণকারী সকলকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর এর পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ।
জাটকা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট/অভিযান অব্যাহত থাকবে।
আজকের জাটকাই আগামী দিনের বড় ইলিশ
এদের রক্ষার দায়িত্ব আমাদের সকলের ।
বাস্তবায়নে-উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর ।
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/02/2024
আর্কাইভ তারিখ
16/02/2025