মৎস্য অধিদপ্তরের আওতাধীন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ২০২২-২৩ আর্থিক সালে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য-
নওপাড়া, চরআত্রা,ঘড়িষার ও কেদারপুরসহ ৪ টি ইউনিয়নের ৪ টি গ্রুপের মধ্যে প্রতি গ্রুপে পাঁচজন করে মোট ২০ জন নিবন্ধনকৃত মৎস্যজীবীর মধ্যে ২ টি করে মোট ৪০টি ছাগল , ১ টি করে মোট ২০ টি ছাগলের খোয়ার ও ছাগলের টিকা প্রদান করা হয় ।
এবং নওপাড়া, চরআত্রা,ঘড়িষার ও কেদারপুরসহ ৪টি ইউনিয়নের ৮ টি গ্রুপের মধ্যে প্রতি গ্রুপে পাঁচ জন করে মোট ৪০ জন নিবন্ধনকৃত মৎস্যজীবীদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য জাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব প্রনব কুমার কর্মকার, জেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর ;
জনাব মোঃ পারভেজ, সহকারী কমিশনার (ভূমি)
ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, নড়িয়া শরীয়তপুর,;
জনাব রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা,
নড়িয়া শরীয়তপুর;
ডাঃ মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, নড়িয়া, শরীয়তপুর;
জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ,নড়িয়া থানা, নড়িয়া,শরীয়তপুর;
জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,
সহকারী মৎস্য কর্মকর্তা, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, শরীয়তপুর ।
এছাড়া ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,মৎস্যজীবী প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় -
জনাব মোহাম্মদ রাশেদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, নড়িয়া, শরীয়তপুর ।
বাস্তবায়নে- উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় নড়িয়া ,শরীয়তপুর ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস