Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরের জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৪র্থ ধাপে ৪ টি ইউনিয়নের ২০ জন নিবন্ধনকৃত জেলের মাঝে ২ টি করে মোট ৪০টি বকনা ছাগল এবং ১ টি করে মোট ২০ ছাগলের খোয়ার বিতরণ করা হ
বিস্তারিত
মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন  প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরের জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে  উপজেলা নির্বাহী অফিসার জনাব শংকর চন্দ্র বৈদ্য, নড়িয়া, শরীয়তপুরের দিকনির্দেশনা মোতাবেক -
উপজেলার  জফসা, ফতেজংগেপুর, চামটা, নসাশন এ ৪ টি ইউনিয়নের ২০ জন নিবন্ধনকৃত জেলের মাঝে   ৪র্থ  ধাপের প্রতি জনকে ২ টি করে মোট ৪০টি বকনা ছাগল এবং ছাগল পালনের জন্য ১ টি করে মোট ২০ ছাগলের খোয়ার বিতরণ করা হয়। 
স্থান - নড়িয়া উপজেলার মাঠ
তারিখ -  ,৭ জুন ২০২৩ খ্রি.
সকাল  ১০.০০ ঘটিয়া 
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জনাব  শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা নির্বাহী অফিসার,নড়িয়া  শরীয়তপুর।
 অনুষ্ঠানে উপস্থিত থেকে ভিন্নমাত্রা দিয়েছেন  বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিডিয়ার কর্মী ও বিভিন্ন সাংবাদিক এবং দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের   বাস্তবায়ন কমিটির সদস্য-
জনাব রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা, নড়িয়া, শরীয়তপুর।
জনাব ডাঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান 
জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা শাখার সভাপতি  জনাব রফিক কাজী।  
  আরো উপস্থিত ছিলেন অত্র দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ও দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের  ৪ জন  মাঠ সহায়ক কর্মী  এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের  অভয়াশ্রম ২ জন  পাহাড়াদার ।
সার্বিক দিকনির্দেশনায় ছিলেন - জনাব মোঃ আমিনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর মহোদয়।
সভাপতিত্বে ছিলেন জনাব মোঃ জাকির হোসেন মৃধা উপজেলা মৎস্য কর্মকর্তা,  নড়িয়া শরীয়তপুর।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুরে এর সক্রিয় টিম।
বাস্তবায়নে - উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর ।
ডাউনলোড
প্রকাশের তারিখ
07/06/2023
আর্কাইভ তারিখ
18/07/2024