"জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে"এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ, ৮ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দে সুরেশ্বর মৎস্য আড়ত, নড়িয়া, শরীয়তপুরে অনুষ্ঠিত হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর ও জনাব শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীয়তপুর । সভাপতিত্ব করেন জনাব আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা নির্বাহী অফিসার, নড়িয়া, শরীয়তপুর।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব লাকী দাস, পৌর প্রশাসক, নড়িয়া পৌরসভা ও সহকারী কমিশনার (ভূমি), নড়িয়া, শরীয়তপুর । জনাব মোঃ আব্দুল্লাহ আল ইমরানসিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর ।জনাব মোঃ জাকির হোসেন মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা, নড়িয়া, শরীয়তপুর জনাব মোঃ রেজাউল শরীফ উপজেলা মৎস্য কর্মকর্তা, জাজিরা শরীয়তপুর।জনাব মুহাঃ আসলাম উদ্দিন মোল্লা, অফিসার ইনচার্জ, নড়িয়া থানা। বাংলাদেশ কোস্টগার্ড ভেদরগঞ্জ ক্যাম্পের পেটি অফিসার জনাব মিজানুর রহমান, জনাব মোঃ আব্দুল জলিল, ইনচার্জ, সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ি, নড়িয়া, শরীয়তপুর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং যাদের নিয়ে আয়োজন অর্থাৎ ইলিশ শিকারী জেলেগণ, যাঁদের সরাসরি সম্পৃক্ততারয়েছে ইলিশ আহরণ ও সংরক্ষণে ও উন্নয়নে ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব কামাল হোসেন, মাঠ সহায়ক কর্মী, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণের প্রকল্প, উপজেলা মৎস্য দপ্তর, নড়িয়া, শরীয়তপুর।স্থান - সুরেশ্বর মৎস্য আড়ত, ঘড়িষার ইউনিয়ন, নড়িয়া, শরীয়তপুর। তারিখ - ৮ এপ্রিল ২০২৫ খ্রি. মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস