কর্মক্ষেত্রে জবাবদিহিতা, সচ্ছতা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করে জনসেবা দেয়ার লক্ষে, ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি Annual Performance Agreement (APA) স্বাক্ষরিত"
[২১ জুন ২০২৩ খ্রিঃ]
অদ্য শরীয়তপুর জেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা মহোদয় ও উপজেলাসমূহের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা গণদের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষরিত হয়।
উক্ত
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলার সন্মানীত জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ আমিনুল হক মহোদয়।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন -
জনাব পলাশ হালদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর সদর, শরীয়তপুর ।
জনাব মোঃ নজরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর ।
জনাব মোঃ হাসিবুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, গোসাইরহাট, শরীয়তপুর ।
জনাব মোঃ জাকির হোসেন মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা, নড়িয়া, শরীয়তপুর ।
জনাব মোঃ ইদ্রিস আলী তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা,ডামুড্যা, শরীয়তপুর ।
জনাব রেজাউল শরীফ, উপজেলা মৎস্য কর্মকর্তা, জাজিরা ,শরীয়তপুর ।
ও অন্যান্য কর্মকর্তাগন।
চুক্তিবদ্ধ সকল কর্মসূচি শতভাগ সফলভাবে বাস্তবায়নে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ ।