করলে জাটকা সংরক্ষণ - বাড়বে ইলিশের উৎপাদন
এ শ্লোগান কে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির
১ম দিন
আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও নৌ-র্যালী।
স্থান - সুরেশ্বর মৎস্য আড়ত, নড়িয়া, শরীয়তপুর ।
তারিখ - ১ এপ্রিল ২০২৩ খ্রি.
২এপ্রিল -২০২৩
২য় দিন রবিবার
"করলে জাটকা সংরক্ষণ
বাড়বে ইলিশের উৎপাদন"
জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২৩ উপলক্ষে -
মৎস্য সংরক্ষণ আইনে নৌপুলিশ, সুরেশ্বর ফাড়ি, নড়িয়া, শরীয়তপুর সহযোগিতায় পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০০ কেজি জাটকা উদ্ধার এবং মুলৎগঞ্জ মাদ্রাসায় এবং দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
৩ এপ্রিল -২০২৩
৩য় দিন সোমবার
জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ খ্রি. উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা জরিমানা করা হয়।
৪ এপ্রিল -২০২৩
৪র্থ দিন মংগলবার
"করলে জাটকা সংরক্ষণ
বাড়বে ইলিশের উৎপাদন"
জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২৩ উপলক্ষে -
মৎস্য সংরক্ষণ আইনে নৌপুলিশ, সুরেশ্বর ফাড়ি, নড়িয়া, শরীয়তপুর সহযোগিতায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ১৯৫২৫০ মিটার অবৈধ জাল আটক করা হয় বিভিন্ন স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫০ কেজি জাটকা উদ্ধার করে স্থানীয় মাদ্রাসায় বিনামূল্যে বিতরণ করা হয়। জাল গুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
৫ এপ্রিল -২০২৩
৫ম দিন বুধ বার
জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ খ্রি. উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
৬ এপ্রিল -২০২৩
৬ষ্ঠ দিন বৃহস্পতিবার
জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ খ্রি. উপলক্ষ্যে জেলেপল্লী সহ বিভিন্ন স্থানে গণসচেতনতা সৃষ্টির জন্য ইলিশ মাছ উৎপাদন কৌশলের উপর ভিডিও ও প্রামান্য চিত্র প্রদর্শন। এবং ডিংগামানিক ইউনিয়নের কলারগাও জেলেপল্লীতে জেলেদের মাঝে সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় ১ম ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরষ্কার প্রদান করা হয়।
বাস্তবায়নে - উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, নড়িয়া শরীয়তপুর ।
৭এপ্রিল -২০২৩
৭ম দিন শুক্রবার
জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২৩ উপলক্ষ্যে-
মৎস্য সংরক্ষণ আইনে নৌপুলিশ, সুরেশ্বর ফাড়ি, নড়িয়া, শরীয়তপুর সহযোগিতায় জাটকা রক্ষায় বিশেষ সমন্বিত অভিযানে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ২৫৫২০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩০ টি জায়না চাই আটক করা হয় ও বিভিন্ন স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮০ কেজি জাটকা পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
জাল গুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মৎস্য উৎপাদনে মৎস্য সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট/অভিযান অব্যাহত থাকবে ।
বাস্তবায়নে - উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর নড়িয়া, শরীয়তপুর ।