শিরোনাম
উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প ও ইলিশ সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পরে আওতায় যৌথভাবে মোবাইল কোর্ট/ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বিস্তারিত
অদ্য ১১/০৬/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার পদ্মা নদীর নড়িয়া অংশে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় নড়িয়া শরীয়তপুর এর উদ্যাগে এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ পারভেজ নেত্বত্বে বিকাল ৩.০০ ঘটিকায় থেকে সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় পর্যন্ত সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ি,নড়িয়া শরীয়তপুরের সহযোগিতায় পদ্মা নদীর নড়িয়া লঞ্চ ঘাট হতে সুরেশ্বর লঞ্চ ঘাট হয়ে চরিত্রআত্রা অংশ এবং লেকু বেপারী ঘাট অংশ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে ৭৫
টি মাছ ধরার চায়না বা ম্যাজিক চাই এবং প্রায় ৫০০০ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয় এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জনসম্মুখে জালগুলো আগুন পুড়িয়ে ধ্বংস করা হয় ।
কাউকে আটক করা যায়নি এবং কোন জাটকা ইলিশ পাওয়া যায়নি ।
দিক নির্দেশনায় - জনাব মোঃ আমিনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা,শরীয়তপুর ও জনাব শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, নড়িয়া, শরীয়তপুর ।
সার্বিক সহযোগিতায়- নৌপুলিশ ফাড়ি, সুরেশ্বর, নড়িয়া, শরীয়তপুর ।
মৎস্য উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সংরক্ষণ আইনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বাস্তবায়নেঃ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া,শরীয়তপুর।