শিরোনাম
"ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প" এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে (১ম ধাপে) নড়িয়া উপজেলার জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ।
বিস্তারিত
অদ্য ২৪.০৪.২০২২ খ্রি. তারিখে মৎস্য অধিদপ্তরের "ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প" এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে নড়িয়া উপজেলার ১০ জন জেলের মাঝে ১০ টি বকনা বাছুর বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জনাব এ কে এম ইসমাইল হক চেয়ারম্যান, উপজেলা পরিষদ,নড়িয়া, শরীয়তপুর। অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে ভিন্নমাত্রা দিয়েছেন উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য, মৎস্যজীবী সমিতির প্রতিনিধি, জনপ্রতিনিধি, সুফলভোগী গ্রপ এবং বিভিন্ন
মিডিয়ার সংবাদমাধ্যম কর্মী।
অনুষ্ঠানকে সফল করতে লিফ ও দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পর মাঠ সহায়ক কর্মী এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অভয়াশ্রম পাহারাদারগন উপস্থিত ছিলেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব মোঃ জাকির হোসেন মৃধা,উপজেলা মৎস্য কর্মকর্তা, নড়িয়া, শরীয়তপুর।