Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলশ সংরক্ষন অভিযান ২০২৪ ইং/ ২৫ অক্টোবর এর চিত্র।
বিস্তারিত

২৫ অক্টোবর ২০২৪ নড়িযা উপজেলার অভিযানে অংশ গ্রহন করেন                  জনাব মোঃ মোজাম্মেল হক উপসচিব                       মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য পরিকল্পনা শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।                             জনাব এস, এম, রেজাউল করিম

উপপরিচালক (প্রশাসন)

অফিস    মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।    মোহাম্মদ মামুন অর রশিদ চৌধুরী,

উপ প্রকল্প পরিচালক, 

অফিস    ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ঢাক।      মোঃ হাদিউজ্জামান

জেলা মৎস্য কর্মকর্তা। শরীয়তপুর।                  জনাব শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রৈট, নড়িয়া, শরীয়তপুন।              উপজেলা মৎস্য কর্মকর্তাসহ টিম                            সোহেল, এসআই, নড়িয়া থানার টিম সহ মা ইলিশ রক্ষায়  অভিযানের খন্ডচিত্র আজকের অর্জন  ১.আসামী ৬ জন ২. পরিবহন অবস্থায় ১০ বস্তা কারেন্ট জাল (৫০,০০০ মিটার)  যার বাজার মূল্য ১০ লক্ষ টাকা  সহ নৌকা আটক ৩. নৌকা আটক ৩ টি ইলিশ মাছ আটক ৪০ কেজি  মোবাইল কোর্টের নির্দেশনা মোতাবেক মাছগুলো মূলফতগঞ্জ মাদ্রাসা হস্তান্তর করা হয়। জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।  নৌকাগুলো সুরেশ্বর ফাড়িতে হস্তান্তর করা হয়। এবং ছয়জন আসামির বিনাশ্রম কারাদণ্ড হয় ১২ দিন করে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
25/10/2024
আর্কাইভ তারিখ
29/12/2026